বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সফল করতে নতুন আহবায়ক কমিটি গঠন
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন বরইতলী ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফল করার জন্য নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ মে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নির্দেশে সাংগঠনিক টীমের (চকরিয়া) পরামর্শে নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক করা হয় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক বরইতলীর কৃতি সন্তান লায়ন কমরুউদ্দিন আহমদ ও সদস্য সচিব জেলার সদস্য বরইতলী ইউপির সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়াকে। ওই কমিটিতে বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের আরও ২৩জন নেতাকর্মীকে সদস্য করা হয়।
২৭ মে বিকাল তিনটায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী অনুমোদিত কমিটি হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র এই দুই নেতাকে।
এদিন বিকাল তিনটার দিকে পহঁরচাদাস্থ লায়ন কমরুউদ্দিন আহমদের বাসভবনে তার সভাপতিত্বে আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব এটিএম জিয়া উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এমআর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক বদরুদ্দোজা, সামসু উদ্দিন চৌধুরী, সেলিম বাহাদুর, সাবেক সভাপতি মাষ্টার বেলাল আহমদ, মাহফুজুল করিম ও কামরুল ইসলাম।
সভায় আগামী তিনদিনের মধ্যে বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সম্মেলন ও ২০দিনের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।