ভুল বিকাশে প্রবাসির টাকা কুতুবদিয়া পুলিশের উদ্ধার
কুতুবদিয়া প্রতিনিধি
মালয়েশিয়া থেকে বিকাশে কুতুবদিয়া পাঠানো ভুল নাম্বারে যাওয়া ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ মে) উদ্ধারকৃত টাকা প্রবাসির ভাইয়ের হাতে তুলে দেয়া হয়।
প্রযুক্তির ব্যবহারে তদন্ত কর্মকর্তা কুতুবদিয়া থানার এসআই মো: জিয়া উদ্দিন জানান, আলী আকবর ডেইল পুতুইন্নার পাড়ার মালয়েশিয়া প্রবাসি রোকনুদ্দিন গত ২৬ মে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দেশে পাঠান। ভুলক্রমে বিকাশের টাকা অন্য নাম্বাারে চলে যায়। পরে ওই নাম্বারটি বন্ধ থাকায় প্রবাসীর ভাই মো: হাসান থানায় জিডি করেন।
মোবাইলের সূত্র ধরে প্রযুক্তির মাধ্যমে ময়মনসিংহের ইশ্বরগন্জ থানায় অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় থানা ও ইউপি মেম্বারের সহযোগীতা নিয়ে ২০ হাজার টাকা ফেরত পাওয়া যায়।
রবিবার টাকা উদ্ধারে খবর দিয়ে সোমবার দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর হায়দার এর উপস্থিতিতে প্রবাসির ভাই হাসানের হাতে টাকা তুলে দেন। এর আগেও একাধিক ভুল নাম্বারে প্রেরিত টাকা উদ্ধার করেছে কুতুবদিয়া থানার পুলিশ।