চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে——
এক টি ০৩ বছরের সাজা জি আর ওয়ারেন্ট ও ০২ (দুই) টি জি আর ওয়ারেন্ট মূলে ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করেন। অদ্য ইং ০৭/০৬/২০২২ তারিখ রাত ১২ ঘটিকা হইতে রাত ০২.০০ ঘটিকা পর্যন্ত অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে চকরিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ (এক) টি ৩ বছরের জি আর সাজা ওয়ারেন্ট ( নং- ২৪৭/২২) এর আসামী-১। রশিদা বেগম, স্বামী- নুর আহামদ, পিতা- মৃত আবুল কাশেম, সাং- লক্ষ্যারচর উত্তর পাড়া, ৩নং ওয়ার্ড, ইউনিয়ন- লক্ষ্যারচর ও ০২টি জি আর ওয়ারেন্ট (নং- ২৬২৯/২২, ২০৪৫/২১) এর আসামী-২। মোঃ রুহুল আমিন, পিতা- আহাম্মদ হোসেন, সাং- একতা বাজার, ৩। সাদেকুর রহমান প্ৰকাশ মারুফ, পিতা- নুরুল হোসেন, সাং- ফতেহ আলী সিকদারপাড়া, ০৬নং ওয়ার্ড, উভয় ইউনিয়ন- বরইতলী, সর্ব থানা- চকরিয়া,জেলা- কক্সবাজারদেরকে গ্রেফতার করে।