ছবি- এলাকাবাসীর সাথে আবেগঘন মুহুর্তে চেয়ারম্যান নবী হোসাইন।
আব্দুল্লাহ আল-মামুন, চকরিয়া প্রতিনিধি
চকরিয়ার সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার ১৪ ডিসেম্বর কারাবরণ করলে সাত দিন পর জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন তার। জামিনে মুক্তি পেয়ে নিজ এলাকায় এলে জনসাধারণের ভালবাসায় সিক্ত হন তিনি।আবেগাপ্লুত হন এলাকার জনসাধারণ।
বুধবার (২১ডিসেম্বর) সকালে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে সুনানীর পর তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকাল ৪টায় জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এদিকে শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর মুক্তির খবর পেয়ে এলাকাবাসী মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। দলে দলে চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী কে দেখতে তার বাসভবনে যান। সকলের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন; আমি সাহারবিলের আপামর জনসাধারণের চেয়ারম্যান। এই অঞ্চলের মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করেছে। নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা আমার সাথে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমি মহান আল্লাহর উপর ভরসা রেখেছি। আদালতে আমি নির্দোষ প্রমাণিত হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি।
এদিকে সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসাইন কে বরণ করতে ইউনিয়নের জনসাধারণ সকাল থেকে তার বাসভবনে ভিড় করছে তিনি সকলের সাথে সাক্ষাৎ করে আবেগঘন মহূর্তে পার করেছেন। এলাকার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য মানুষ হিসেবে এলাকার প্রতিটি অলিতে-গলিতে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন।