ছবি- প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ চুরির চিত্র
এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ডিসি রোড এলাকায় সৌদি প্রবাসীর বাড়ী থেকে ১ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ ২লক্ষ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চুরের দল।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে সৌদি প্রবাসি আহছান উল্লাহ এর বাড়িতে লোকজন না থাকার সুবাধে আগে থেকে পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা এলাকার চিহ্নিত কিছু চুর লোহার গ্রীল কেটে ও ঘরের দরজার তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দামি পোষাক চুরি করে নিয়ে গেছে বলে জানা গাছে।
এসময় তারা ঘরের আসবাব পত্রও ভেঙে ফেলে।
একই কায়দায় চলতি ডিসেম্বর মাসে পেকুয়া সদর ইউনিয়নে ১০থেকে ১৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পেকুয়া উপজেলা প্রান কেন্দ্রে পেকুয়া থানার এক কিলোমিটারের মধ্যে সাবেক গুল্দী এলাকা, মেহেরনামা , সিকদার পাড়া, মাতব্বর পাড়া, সরকারি ঘোনা ও গোয়াখালী সর্বশেষ অভিজাত এলাকা ডিসি রোড় । পেকুয়া যেন চুরির আস্তানা গড়ে উঠেছে চুর সিন্ডিকেট।
সৌদি প্রবাসি আহছান উল্লাহ দীর্ঘ দিন ধরে পেকুয়া সদরের ডিসি রোড এলাকায় বসবাস করে আসছিল। এর আগেও তার বাড়িতে আরো দুই বার চুরের দল হানা দিয়েছিল!
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, এই এলাকায় চিহ্নতি চুরের দলের কারণে প্রতিনিয়ত আমরা এধরণের লুটপাট এর স্বীকার হয়ে আসছি দীর্ঘদিন ধরে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে একটি সমন্বয় কমিটি করে চুরদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন সচেতন মহল।