ছবি- সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন
ইউসুফ বিন হোসাইন, স্টাফ রিপোর্টার।
চকরিয়ার বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন। সোমবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিশেষ অনুষ্ঠানে স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা লাভ করেন তিনি।
বিশিষ্ট শিক্ষানুরাগি ও দানবীর হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।
কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ চকরিয়ার পূর্ববড়ভেওলা জয়নাল আবেদীন মহিচ্ছুন্নাহ মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
এছাড়া তিনি চকরিয়া সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা, হযরত খদিজাতুল কোবরা রাঃ বালিকা এতিমখানার প্রতিষ্ঠাতা, আল-আকসা প্রাইভেট লিমিটেড চকরিয়ার পরিচালক, চকরিয়া সিকদারপাড়া আমজাদিয়া জামে মসজিদের সভাপতি, চকরিয়া উপজেলা বেসরকারী এতিমখানা সমিতির সভাপতি ও এডুকেয়ার ফাউন্ডেশন চকরিয়ার স্থায়ী সদস্যসহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।