ছবি – নবগঠিত সাহারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাঃ সম্পাদক আশরাফুল ইসলাম বাপ্পি
ইউসুফ বিন হোসাইন, স্টাফ রিপোর্টার।
চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক উপজেলার ১২ নং সাহারবিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে মাতামুহুরি সাংগঠনিক ইউনিয়ন ছাত্রলীগ। সভাপতি মোহাম্মদ আসফি ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের তানভিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন পেয়েছে। কমিটিতে সাহারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হন সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক হন আশরাফুল ইসলাম বাপ্পি।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুই সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেন। নবগঠিত কমিটির সভাপতি, সম্পাদকের যৌথ বক্তব্যে তারা বলেন; আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে, বঙ্গবন্ধুর সোনার গড়তে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মিশন ও ভিশন বাস্তবায়ন করে সাহারবিল ইউনিয়ন ছাত্রলীগকে স্মার্ট ছাত্রলীগে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ সাহারবিল ইউনিয়ন সবসময় প্রস্তুত। নতুন আঙ্গিকে এই ইউনিট সাজানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আমরা।